আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : মমতার পেয়াজের রাজনীতি ও ইলিশের গুঁতা

.............। অদ্ভুত চালচলন,পাগলাটে কিসিমের কথাবার্তা,বেঁফাস মন্তব্য ও অস্বাভাবিক আচরনের জন্য বরাবরই সমালোচিত ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মূর্খমন্ত্রী মমতা বানরজি । উনার এখন খায়েশ হইছে বাংলাদেশের মানুষকে পেয়াজ খাওয়া থেকে বঞ্চিত করবেন। কারন বাংলাদেশের মানুষ বেশী বেশী করে পেয়াজ দিয়ে কতই না সুস্বাদু খাবার বানায়,ইলিশ খায়,পেয়াজু খায়,আবার দোপিয়াজু রান্না করে। কিন্তু কলকাতার মানুষের অর্থনৈতিক যা অবস্থা তাতে বিনা পয়সায় ঢোক গিলা ছাড়া কিছুই মিলে না।

তাই মন্ত্রীসভায় তরিঘরি বিচক্ষন সিদ্ধান্ত, যে পিয়াজ বাংলাদেশের মানুষের তরকারিকে এতো সুস্বাদু করে তোলে সে পেয়াজ রপ্তানী বন্ধ !! দেখি এবার ঠেলা কেমনে খাওয়া চলে ভালো খাবার। কিন্তু আমরা এই মাথা মোটা মহিলাকে দিবো ইলিশ থেরাপি । এই উম্মাদ মহিলাকে ইলিশ দিয়ে আবার গুঁতা দিতে হবে। আজ থেকে কলকাতায় ইলিশ রপ্তানী বন্ধ করার দাবী জানাচ্ছি। বাংলাদেশ থেকে যেন একটা ইলিশ মাছও না যায় সেখানে।

আগেরবার যখন ইলিশ রপ্তানী বন্ধ করে দেয়া হয়েছিলো তখন কলকাতার বাজারে সব মাছের দাম এমন বাড়ছিলো যে ওনাদের রাজ্য বানিজ্যমন্ত্রী পর্যন্ত কান্নাকাটি করতে হয়েছিলো বাংলাদেশ থেকে মাছ রপ্তানীর নিষেধাজ্ঞা তুলে নিতে। এবার যতই কান্নাকাটি করুক ওরা যেন আর্ধেকটাও না পায়। *পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। **মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।