আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন মহান কবি ও নাট্যকার হ্যারল্ড পিন্টার

আত্মমাঝে বিশ্বকায়া, জাগাও তাকে ভালোবেসে

মহান কবি-নাট্যকার হ্যারল্ড পিন্টার চলে গেলেন। ক্রিসমাসের রাতে তিনি মারা যান। ২০০৫ সালের নোবেল পুরস্কার জয়ী এই শিল্পী তার সমগ্র শিল্পী সত্তা দিয়ে মানবতার পক্ষে কাজ করে গেছেন আজীবন। ইরাকে মার্কিন আগ্রাসন এবং সাম্রাজ্যবাদবিরোধী পিন্টার বিশ্বসাহিত্যের এক বিরলপ্রজ ব্যক্তি। তার অন্তর্ধানে তারই লেখা একটি কবিতা পাঠকদের উদ্দেশ্যে পত্রস্থ হল।

ক্যানসার কোষেরা 'ক্যানসার কোষেরা, মৃত্যুর ব্যাকরণ ভুলে যায় যারা' (নার্স, রয়েল মার্শডেন হাসপাতাল) মৃত্যুর ব্যাকরণ ভুলে গেছে তারা আর বেড়ে যাচ্ছে তাদের খুনে আচরণ। আমি লড়ে যাই আমার টিউমারের সঙ্গে দ্বিগুণ মৃত্যুর আকাঙ্ক্ষা পুষে। আমার দেখা প্রয়োজন টিউমারটি মৃত একটি টিউমার মৃত্যুর ব্যাকরণ যে ভুলে গেছে আর আমাকেই মেরে ফেলার পরিকল্পনা করছে। অথচ আমি মৃত্যুর অমোঘ ব্যাকরণ মনে করে যাই যদিও আমার সমস্ত প্রত্যদর্শীরা মৃত। আজো আমি স্মরণ করি তারা কী বলেছিল টিউমার বিষয়ে, যেন তারা অন্ধ, যেন তারা বধির তাদের মূল্য তারা বুঝে পেয়েছিল এ অসুখ জন্মাবার আগেই যা টিউমারটিকে নামিয়েছে এই অসুখের খেলায়।

এই কালো কোষগুলো শুকিয়ে যেতে যেতে মরে যাবে অথবা গাইবে বিজয়ের গান তাদের পেয়ে যাওয়া পথে। দিনরাত তারা খেটে যায়, আর তাই বেড়ে বেড়ে যায় তোমরা তা জান না কখনো, তারা বলে না কখনো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।