আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাম নই, ডান নই, আমরা বাংলাদেশী। আমরা আছি শাহবাগে, আপনি কোথায়?

ব্লগিং জগতে অশিক্ষিত বালক নামেই রিচিত আমি। ওয়েবসাইট নিয়ে পাগলামি করার টুকটাক অভ্যাস। তাই, পড়ালেখার পাশাপাশি বন্ধুদেরকে নিয়ে টুকটাক ওয়েবসাইটের পাগলামি নিয়ে আছি। আমার কাজকর্ম দেখুন এখানেঃ http://banglatheme.com/ বিশেষ একটি কাজে শাহবাগ থেকে বাসায় আসতে হয়েছে। ইনশাল্লাহ আবার যাবো।

যাওয়ার আগে মনে করলাম এখানে যারা আছেন তাদেরকেও নিয়ে যাই। কারণ যেতে যে আমাকে হবেই। কারণ আমি বাংলাদেশী। আমি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিচার চাই, ৩৪৪ খুনের বিচার চাই, অগণিত ধর্ষনের বিচার চাই। আমি কোন বাম দলের নই, আমি কোন ডান দলের নই।

আমরা সবাই সাধারণ মানুষ। আমাদের মধ্যে কোনো দল নেই, ধর্ম নেই বর্ণ নেই। নিজের বিবেকবোধ থেকে দায়বদ্ধতা থেকে আমরা আজ বিচারের পক্ষে, শহীদদের পক্ষে, বাংলাদেশের পক্ষে দাঁড়াতে। এবার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি বাঙ্গালী হিসেবে গর্বিত? ত্রিশ লাখ শহীদের আর্তনাদ কি আপনি শুনতে পান? আপনি কি দুই লক্ষ মা-বোনের ধর্ষণের বিচার চান? তবে চলে আসুন রাজপথে, কীবোর্ড চাপার দিন শেষ, টিভিতে বসে খবর দেখার দিন শেষ, প্রেমিকার সাথে প্রেম পরেও করা যাবে। আজকে আপনার কাজ শুধু একটাই হবে।

প্রতিবাদ। রাজাকারদেরকে ফাসী দিতেই হবে। এই ম্যাসেজ ছড়িয়ে দিন সবখানে। ঢাকার বন্ধুরা শাহবাগে, চট্রগ্রাম সিলেটের বন্ধুরা আসুন শহীদ মিনারে আর অন্যান্য জেলার বন্ধুরা নিজ নিজ জেলার গুরত্বপূর্ণ পয়েন্ট কব্জা করুন। আন্দোলন চলছে, চলবে।

আসতে না পড়লে অন্তর এই ম্যাসেজটি ছড়িয়ে দিন সবার মাঝে। মিষ্টী কথায় ভুলবোনা রাজপথ ছাড়বোনা। ফাঁসী ফাঁসী ফাঁসী চাই ফাঁসী ছাড়া উপায় নাই। জামায়াত শিবির রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়। রাজপথ ছাড়া যাবেনা।

পরবর্তী রায় যাতে আমাদের পক্ষে আসে তার নিশ্চয়তা অর্জন করতে হবে। তাই আজ আন্দোলন চলছে। শুক্রবার হবে লাখো মানুষের মহাসমাবেশ। চলো চলো শাহবাগ চলো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।