আমাদের কথা খুঁজে নিন

   

৭১' পতনের কাল

..

আকাশের বুকেও আজ কোন কোলাহল নেই শুধু অনিঃশেষ বিপন্নতা আছে সমস্ত বৃক্ষ আজ বিহঙ্গ শূন্য হয়ে গেছে বিবর্ণ পাতারা ঝিমায়। কিছুই আগের মতো নেই। স্বাভাবিক নেই। মানুষ চোরের মতো লুকিয়ে হাঁটে কেবল আড়াল খোঁজে শহরের জনশূন্য পথগুলো পশুদের দখলে চলে গেছে। পশুরাও ভয় পায়--- এত ধ্বংস--এত অত্যাচার---এত রক্তপাত তবু আজো দমানো যায়নি শোষণ-বঞ্চনায় ফোঁসে উঠা বিক্ষুদ্ধ এই জাতিটিকে। বাংলার সমস্ত আকাশ-বাতাস-নক্ষত্র অবিরত ফিস্‌ফিস্‌ করে স্বৈরাচার-পরাজয়-বার্ত্তার আগাম ঘোষণা দিয়ে চলে; ওরা ভয় পায়-- অসমসাহসী মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য গেরিলাদের। ভীতিগুলো তাদের আরো মরীয়া করে তোলে---- ঘরে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা কিংবা শুধু গুলিতেই হত্যাযজ্ঞ শেষ হয়না মৃত্যুর কারিগরেরা নিত্য-নতুন হত্যা-কৌশল খোঁজে রক্তচোষা বাদুড়ের মতো-- সিরিঞ্জে টেনে নেয় সমর্থ-দেহগুলোর শেষ রক্তবিন্দুটুক; যুদ্ধাহত-হানাদার-সৈন্যের রক্তের প্রয়োজন হয়। ক্ষতহীন-রক্তশূন্য-নিষ্প্রাণ দেহগুলো সাক্ষী দেয় স্বৈরাচারীরা রক্তশূন্য হয়ে যাচ্ছে ওদের পতনের কাল এসে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।