আমাদের কথা খুঁজে নিন

   

চার দিন পর মামলা, বিজিবি মোতায়েন

ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ফুরকান উদ্দিন সেলিম মৃধা হত্যাকান্ডের ঘটনায় ৩৮ জনের নামে মামলা হয়েছে। হত্যাকান্ডের ৪ দিন পর গতকাল সকালে স্থানীয় গামারীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক খানসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন নিহত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী সুলতানা রাজিয়া শিল্পী। এদিকে, সেলিম মৃধার পরিবার এ হত্যাকান্ডের জন্য পুলিশকে দোষারোপ করেছেন। দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি আব্দুল হকের প্রত্যাহার দাবি করছে তার পরিবার। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার ভোরে ৬ জনকে এবং বুধবার কমলপুর গ্রাম থেকে এজাহারনামীয় আসামি হীরা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে উপজেলায় গতকাল দুপুর থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে সেলিম মৃধার মা সোমেলা খাতুন (৫০) বলেন, আজিজুল হক খানের নেতৃত্বে যখন সশস্ত্র সন্ত্রাসীরা আমার ছেলের উপর হামলা করে তখন পুলিশ নিষ্ক্রিয় ছিল। ইউএনও ১৪৪ ধারা ভঙ্গকারীদের ছত্রভঙ্গ করতে পায়ের নিচে গুলি করার নির্দেশ দেন। কিন্তু পুলিশ দায়িত্ব পালন করেনি।

দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি আব্দুল হকের প্রত্যাহারের দাবিও জানান তিনি। সেলিম মৃধার স্ত্রী সুলতানা রাজিয়া শিল্পী (৩৫) বলেন, ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ রহস্যময় আচরণ করেছে। দায়িত্ব অবহেলা সত্ত্বেও এখনো ওসি বহাল রয়েছেন। আমি তার প্রত্যাহার দাবি করছি। ওসি আব্দুল হক বলেন, পুলিশের ভূমিকা হাজার হাজার মানুষ সেদিন দেখেছে।

তারা আবেগ থেকে এসব বলছেন।

এদিকে, উপজেলা পরিষদ মাঠে গতকাল দুপুরে সেলিম মৃধা হত্যাকান্ডের প্রতিবাদে এক শোক সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এমপি। জনতার দাবির মুখে তিনি ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের নির্দেশ দেন। উল্লেখ্য, রবিবার দুপুরে আওয়ামীলীগের দু'গ্রুপের সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মৃধা নিহত হন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।