যেন রূপকথার অবিশ্বাস্য গল্প বাস্তবে দেখা দিল। খাঁড়িতে মাছ ধরতে গিয়ে উঠে এল হাঁড়ি। আর হাঁড়ির ঢাকনা সরাতেই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন মৎসজীবী। ভেতরে ফুটফুটে এক শিশু!
দক্ষিণ দিনাজপুরের কোয়ারন গ্রামের অদূরেই কাশিয়া খাঁড়িতে এই চমকপ্রদ ঘটনার সূত্রপাত। ছোট্ট অতিথিকে দেখতে গ্রামের মানুষের মাঝে তারপর হুড়োহুড়ি পড়ে গেল।
অনেকেই শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ দেখালেন কিন্তু সেটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়াল। শিশুকে বাঁচাতে সবার প্রথমে এগিয়ে গিয়েছিলেন যিনি তার স্ত্রীই বাচ্চার অধিকার দাবি করলেন।
শেষে খবর যায় উপপ্রধানের কাছে আর তাঁর কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করল। শিশুর দায়িত্ব কে পাবে, তা এখনও ঠিক হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।