আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা ।
নিঃসঙ্গ নাবিক যেই রাতে
নিজের একাকীত্বের ভারে ক্লান্ত জাহাজে
তিমি মাছের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে
নিজেকে বেঁধে ফেলছিলো
রিক্ততার চাদরের দুঃসহ বুকের ভেতরে ,
আমি সেই সময়ে জানালার ধারে
দেখতে চাইছিলাম এক টুকরো আকাশ ।
নাবিক নিজের মাপ মতো
বানিয়ে নিয়েছিলো
আজ়ীবন ধরতে চাওয়া সুখের ওভারকোট ।
আমি বিলাসীতায় নিমগ্ন পাঁচ মিনিটের জন্য
এক টুকরো আকাশ
দেখতে না পাওয়ার অক্ষমতায়
ভাবছিলাম , আমিই সবচেয়ে অসুখী ।
আমরা কেউই জানলাম না ,
ডেভেলপড শহরে কাজ খুঁজতে এসে
পাঁচ দিনের মাথায় লাশ হয়ে বাড়ী ফেরা
এক নন - ফেমাসের
তাড়ি খাওয়া সন্তান
আমাদের সন্ধান পেলে
কোমর থেকে বের করে
ছুরিটায় শাণ দিতে বসতো ।
বাপের খুনীর অবয়ব সে চিনবেনা ,
কোলাবরেটরগুলোকে অন্তত শেষ করা যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।