.
পিতা তার সূত্র ধরে মাটিতে নামান
হারানো ঘুড়ি। অথবা পুত্রই এসেছে কাছে
বন্ধু যার দিয়েছে সন্ধান, অনির্দিষ্ট দূঃখে।
মুষ্ঠিতে নতুন আঙ্গুল,ভিক্ষার চাল,কোমল রৌদ্র
পায়ে পায়ে ভীড়, স্বপ্ন থেকে দূরে
হারানো স্বপ্ন ঘুরপাক খায় -
না শোনা সংগীতে। বিস্মৃত মানুষের নাম
যেন সুঘ্রাণ , জীবন থেকে সৌভাগ্য উড়ে যায় !
বনস্পতি মন ফিরে ফিরে পায় তামাদি খামার
পুরানা সন্ধ্যায় , ক্ষেত্র দেবীর রূপে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।