আমাদের কথা খুঁজে নিন

   

৯৬ এর শেয়ার কেলেংকারি। আওয়ামী লীগের অর্থমন্ত্রী স্বীকার করলেন, শেয়ার মার্কেট কি আমি বুঝি না।



১৯৯৬ সালের জুনে সরকার গঠনের পর শেয়ারের দাম বাড়তে থাকলে আওয়ামী লীগ সরকার বলতে থাকে তাদের সরকারের প্রতি আস্থার কারণেই শেয়ারের মূল্য বাড়ছে। শেয়ারবাজার চাঙ্গা থাকায় তখনকার আওয়ামী সরকারের অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া দেশের রাজনীতি অর্থনীতি , স্থিতিশীলতার কথা বলে এটাকে আওয়ামী সরকারের সাফল্য বলে বাহবা নিলেও শেয়ার বাজার পড়তে শুরু করলে এর কোনো দায়িত্ব নেননি। এনিয়ে সংসদে আলোচনা হলে আওয়ামী লীগের অর্থমন্ত্রী স্বীকার করেন, শেয়ার মার্কেট কি আমি বুঝি না। ততদিনে হাজার হাজার সাধারন বিনিয়োগকারী তাদের জীবনের শেষসম্বল হারিয়ে পথে বসে। বাজার বিশ্লেষকরা মনে করেন, বিভিন্ন সিন্ডিকেট নানারকম প্রতারনার মাধ্যমে শেয়ারবাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়েছিল।

এর ফলে কয়েক হাজার পরিবার পথে বসে বলে অনুমান করা হয়েছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি করে কয়েকজনের বিরুদ্ধে একটা করে মামলা করলেও কাজের কাজ কিছুই হয়নি। অভিযুক্তদের কারো সাজা হয়নি। আওয়ামী লীগ আমলে বাংলাদেশের শেয়ারবাজার আর চাঙ্গা হয়নি। ওই বাজারে কিছুটা প্রান ফিরে আসে গত বিএনপি আমলের শেষদিকে।

দীর্ঘদিন পর শেয়ারবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও বিনিয়োগকারীদের এখনো তাড়িয়ে বেড়ায় ৯৬ সালের সেই আতঙ্ক।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।