সকল প্রশংসা মডারেটরদের
ঐ দূর
ঐ দূর, দূর দূরান্তে
দিন দিনান্তে নীল নীলান্তে
কিছু জানতে না জানতে
শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়
সেই মন
মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে
কিছু শুনতে না শুনতে
পাঙক্ত পাঙক্ত স্বাদ অপাঙক্ত হতে চায়
দু'চোখে দিলো শুধু যন্ত্রনা
কেন যে করে তবু মন্ত্রনা
যাবে সে যাবে চলে
দু'পায়ে সবই দোলে
কিছু কি দিবে না স্বান্তনা
থেকে থেকে দেখে দেখে
ফেলে ফেলে রেখে রেখে
মায়ামৃগ পিছু ডেকে যায়
ঐ দূর
ঐ দূর, দূর দূরান্তে
দিন দিনান্তে নীল নীলান্তে
কিছু জানতে না জানতে
শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়
আমারে করে গেলো বন্চনা
শ্রবনে দিলো কত গন্জনা
সে গেলো হেসে হেসে
আমি যে ভাবি বসে
আর তো দেবে না লান্চনা
পলে পলে দিনে দিনে
ক্ষনে ক্ষনে তিল তিল
সারাবেলা তারে বিন যায়
বেলা যায়
দূর দূরান্তে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।