আমাদের কথা খুঁজে নিন

   

সেই, ভোটের দিন গুলো

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

ব্লগে ভোট নিয়ে অনেক পোষ্ট এলো। গুনতে গেলে হয়ত কয়েক শত হয়ে যেতে পারে। যাইহোক এখন আর গুনতে বসে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আর মাঝে দুটি দিন তারপরেই সেই কাঙ্খিত ক্ষণ।

প্রার্থীদের মহাপরীক্ষার দিন। ছোটবেলায় ভোটের এত চুলচেরা বিশ্লেষন বুঝতাম না। তবে এই ভোটজুড়ে থাকতো কিছু আনন্দ। আসলে এই আনন্দ গুলো নির্ভর করে বয়সের উপরে। এখন আর তেমন দেখা যায় না।

তখন ভোটের বড় পোষ্টারের সাথে তৈরী করা হতো ছোট পোষ্টার মানে লিফলেট। প্রচুর পরিমানে থাকতো এগুলো। বাজারে, পথে ঘাটে, মিছিল সমাবেশ থেকে এগুলো বিলানো হতো। ঐ লিফলেট কালেক্ট করা ছিল প্রচন্ড একটা সখের ব্যাপার। বিপুল উৎসাহ নিয়ে জোগাড় করতাম ওগুলো।

কোন রিক্সায় মাইকিং শুনলেই রাস্তায় ছুটে যেতাম ঐ লিফলেট নেবার জন্য। এছাড়া বিভিন্ন প্রার্থীরা মার্কার ছাপ দিয়ে কাগজের একরকম ক্যাপ তৈরী করা হতো যার পিছনের অংশে থাকতো ইলাষ্টিক। যদিও এগুলো খুব কম পাওয়া যেত তবুর একটা নেশা ছিল ওগুলো সংগ্রহ করার। ভোটের দিন মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগতো। মনে হয় কেমন একটা উৎসব উৎসব ব্যাপার ছিল ওটাতে।

অনেক আবার অলসতা করে দুপুরে ভোট কেন্দ্রে যেতেন ফাঁকা থাকতো এই অযুহাতে। এছাড়া আরো অনেক অনুভুতি কাজ করতো তখন। কিন্তু বুঝতাম না ভোটটা আসলে কি প্রয়োজন। অত চিন্তাভাবনা মাথায় আসতো না। ভোটের দিন স্কুল ছুটি তাই একটা দিন মজায় কাটাতাম।

এই মজাগুলো হারিয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।