আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
I feel your presence … in every drops of my blood
I feel your presence … in every beats of my heart
I feel your presence … in every second when I breathe
I feel your presence … in every shivering of my width
I feel your presence … in the place where my mind drives
I feel your presence … in every moment of my rhymes
I want to feel you …till the last second of my time
I want your presence … in every inches of my whim’e
let’s try to dream out the heavenly view…
and try to feel that…I truly do love you !!! . . .
তুমি চোখ কুঁচকে অবাক হয়ে বললে... "কি অদ্ভুত দেখো! আমরা কেমন অবোধ-অলক্ষী-শিশুতোষ কবিতা পড়ছি! কি খামখেয়ালী!" ...আমি বললাম... "আশ্চর্য! মানুষ কতোটা হাল্কা বা বোধহীন হলে এসব পড়ে!" তারপর দু'জন-ই চুপচাপ মনে মনে নির্বোধের মতো আউড়ে গেলাম কবিতাটা বেশ কিছুক্ষণ! ... চোখে বিরক্তি আর হতাশা নিয়ে, মানুষের অযথা কার্যকলাপে বেশ হতাশ আমরা দু'জন... তারপর-ও কেন যেন মনে মনে আওড়েছি... হাত-ও ছাড়ি নি দু'জন! আমরাও নির্বোধ হয়ে গেলাম না তো!!! আবারো চিন্তিত হই...হাতটা ধরি আরেকটু শক্ত করে...
হুমমমম... হালকা সুরে একটা বেশ আগের একটা নরম গান তুললে তুমি ... আমি বলি ..."ওমা! গানটা গাও এখনো!" ..তুমি বলো... "ধুর! এসব এক-ই লিরিক্স-সুরের বোগাস কে শোনে! গলা ঠিক আছে কিনা দেখলাম। বেশ শুকনো লাগছিল।"... তুমি একটু আড়াল হলেই আমি বেশ নিশ্চিত হয়েই তুলি গানটা...
"হুমমম...আজ ঘুম থেকে উঠে দেখি...
পৃথিবীর অপর পাশে...অন্য কোন দেশে আমার ঘর
আমি অন্য কেউ...অন্য কোথাও
ভুলে যাবো আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়...
...ভুলগুলোকে মুছে আবার..."
...তুমি ঠিক-ই উঁকি দিলে কিন্তু মাঝে... ঠোঁটে একটা হালকা হাসি ধরে রেখে... কিছু বলতে চেয়েছিলে আমার আদিখ্যেতায় ??
একটু পর আমার খুব কাছে বসো তুমি...
বলো... "হঠাৎ নিজেকে খুব হীন-নির্বোধ মনে হচ্ছে"...আমি অবাক!..."কেন বলোতো?" তুমি অস্থির..."একটা কথা বলতে ইচ্ছা করছে... কি ভাববে আমাকে! কতটা অযথা প্রগলভ্তা মনে হবে জানি না... কিন্তু..."... আমি এবার বিরক্ত..."বলো না!" তোমার কন্ঠ অনেকদিন পর কাঁপায় আমাকে... "খুব ভালবাসি! ছেড়ে দেবে না তো হাত ?" আমি আলতো করে হাত রাখি তোমার বন্ধ চোখটার উপর... আঙুল দিয়ে ফিসফিসিয়ে লিখে দেই... "পাগল! তোমার কাছে সর্বস্বত্ব সংরক্ষিত!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।