গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
জর্জ বার্নার্ড শ:
১. সে কিছুই জানে না, কিন্তু মনে করে সে সব জানে। এটি স্পটত রাজনৈতিক পেশাকে বোঝানো হয়েছে। Major Barbara
২. অর্থের অভাবই সকল অনর্থের মূল। Man and Superman, "Maxims for Revolutionists"
৩. বিজ্ঞান সবসময়ই ভুল।
এটা আরও দশটা সমস্যা সৃষ্টি করা ছাড়া একটা সমস্যা সমধান করতে পারে না।
৪. সেই শিক্ষক যে করে দেখাতে পারে। সে নয় যে শেখায়। Man and Superman, "Maxims for Revolutionists"
৫. যদি সব আমেরিকান আপনার মত অন্ধ হত।
বার্নার্ড শ এই কথাটি বলেছিলেন হেলেন কেলার (১৮৮০-১৯৬৮) কে উদ্দেশ্য করে।
তিনি ১৯ মাস বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তার শারীরিক প্রতিন্ধকতা জয় কারেছিলেন। এই কথাটির মাধ্যমে শ’ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
৬. আমি লাখপতি, এটাই আমার ধর্ম। Major Barbara
ওস্কার ওয়াইল্ড:
৭. ভাল হওয়ার চেয়ে সুন্দর হওয়া ভাল। কিন্তু কুচ্ছিৎ হওয়ার চেয়ে ভাল হওয়া ভাল।
The Picture of Dorian Gray
৮. সবাই তাদের ভুলগুলোর নাম দেয় অভিজ্ঞতা।
৯. যদি কেউ ভাল সঙ্গীত সৃষ্টি করে তবে কেউ তা শুনে না। এবং যদি কেউ খারাপ সঙ্গীত সৃষ্টি করে তবে লোকে কিছু বলে না। The Picture of Dorian Gray
১০. চিন্তা হল পৃথিবীর সবচেয়ে অস্বাস্থকর জিনিস এবং মানুষ এই রোগে মারা যায় ঠিক যেমন অন্যান্য রোগে মারা যায়। Intentions, "The Decay of Lying"
জর্জ বার্নাড শ:
জন্ম: জুলাই ২৬, ১৬৫৬; ডাবলিন, আয়ারল্যান্ড।
মৃত্যূ: নভেম্বর ২, ১৯৫০; হার্টফোর্ডশায়ার, ইংল্যান্ড।
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরুষ্কার পান, তবে তিনি পুরুষ্কারের টাকা নিতে রাজী হন নি। তিনি ৫০টির বেশি মন্ঞ নাটক লিখেন। তিনি ছিলেন নিরামিষভোজী এবং কখানো এলকোহল ও কফি পান করেন নি।
ওস্কার ওয়াইল্ড:
জন্ম: অক্টোবর ৬, ১৮৫৪; ডাবলিন, আয়ারল্যান্ড।
মৃত্যূ: নভেম্বর ৩০, ১৯০০; প্যারিস, ফ্রান্স।
ওয়াইল্ডের পুরো নাম Oscar Fingal O'Flahertie Wills Wilde. তার মা ছিলেন একজন বিপ্লবী কবি ও আইরিশ জাতীয়তবাদী, তিনি স্পেরান্জা নামে পরিচিত ছিলেন।
যেসব উদ্বৃতি লেখকদের কোন বই হতে নেয়া হয়েছে সেসব উদ্বৃতির পাশে সেই বইয়ের নাম উল্লেখ করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।