সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
বিনা আমন্ত্রনে , বিনা আহ্বানে ,
যমুনা এসে গেল ;
বলিনি তাকে বাড়ি চল যমুনা ,
বেঁধে নাও জল - তরঙ্গ তোরঙ্গ ছাঁচে ,
বলিনি অনুসরন কর আমার পথ ,
দিক নির্দেশনা ।
নিতান্তই অজান্তে চলে এলো যমুনা অনাহুত ।
জানি তার পাড় ভাঙ্গে ,আবারও গড়ে নতুন ,
জোয়ারে উছলায় ,ভাটিতে অবষন্ন সে করুণ ।
যমুনার রূপ বদলে যায় লগ্নের ঘূর্ণিপাকে ;
কেন এলে যমুনা ? সরল সোজা পথ বলে ?
কেন এলে বিশালতা ঢেলে --উদার প্রান্তরে ?
কেন এলে পুরাতন নতুনের গানে -- সম্পূরক ,নাকি
বিচ্ছেদের সহমরনে !
আর কি ফিরবে না পশ্চাতে ? নীলাম্বর ছাওয়া
ঘাটের টানে , কোন অনুরোধে ?
আমি তো পাল তোলা নৌকা ,বাতাসের মুখাপেক্ষী,
হাল ধরে আছি প্রলম্বিত স্বান্তনার ----
তবে কেন যাওনা ফিরে যমুনা !
এ সকলই আমার ভনিতা , সকলই ছল চাতুরী ,
যদি সত্য জানতে চাও , চাও নমুনা ,
তবে থাকো বাঁধা পড়ে হৃদয় জুড়ে ,
যেও না , যেও না চলে যমুনা --
রুদ্ধ তোমার দ্বার ফিরে যাবার ,
আর যাওয়া চলে না , এভাবে
সমগ্র ফেলে এসে অসমাপ্ত গল্পের
অজানা অধ্যায়ে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।