আমাদের কথা খুঁজে নিন

   

ভোট সংস্কৃতি!!!!

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

দেশনেত্রী দিচ্ছে ডাক দিতে হবে ভোট ধানের শীষে এতেই নাকি ফিরে পাব মোরা আমাদেরই দিশে! জননেত্রী বলছেন এবার হাওয়া নাকি নৌকার পালে না দিলে তাকে ভোট দেশ যাবে হায় রসাতলে। মোদের চাচা বলছেন এবার হবেই হবেন রাষ্ট্রপতি জনগন আসলে বুঝছেনা কার কি কেমন মতিগতি। সৎ লোকেরা বলছে এবার ভোট দিতে পাল্লায় না দিলে যাবে ইহকাল, পরকাল যাবে গোল্লায় ঘাতক হায়েনা আর যুদ্ধপরাধীরা এসেছে নির্বাচনের প্রার্থী হয়ে সাবধান হে জনগন, বারবার করিওনা ভুল ভোটটি তাদেক দিয়ে। দেশমাতার একসেনানী দাঁড়াইছেন আবার ভোটে ব্রীজ নিয়ে কেলেঙ্কারী সবই এখন ঘুটঘুটে।

বিকল্প চিন্তা নিয়ে গড়লেন যারা নতুন আন্দোলন নিজেদের মতানৈক্য নিয়ে নিজেরাই হলেন অবনমন। গনতন্ত্রের নতুন ভাবনা নিয়ে গড়লেন এলডিপি সবই হল মিছে, চুপসে গিয়ে হয়ে গেলেন চুপি। বাকিরা সব ভোটের জন্য ঘুরছেন ভোটারের দরজায় আসিবে কি সুদিন আসলেই এবার তাদের কব্জায়? হতভাগা সব ভোটাররা আজ আসলেই চিন্তায় কারে ছেড়ে কারে দেবে ভোট, এই নিয়ে পস্তায়। যতই এখন তোষামেদ করুক ভোটারের গায় সময় এলেই তুলে নেবে সব কড়ায় গন্ডায়। নতুন ভোটার দেখাবে এবার আসল সেই চমক বুঝিবে না কেউ, হবে কি তখন, হবে কি আচানক! দেখুন, খুজুন, ভেবে ভেবে দিন ভোট, গঠন করতে সরকার আপনার দেখেশুনে ও নিরপেক্ষ ভোটের এখন একান্ত দরকার।

মনের মত যোগ্য প্রার্থী না পেলে এবারের নির্বাচনে দিয়ে দিন আপনার 'না' ভোট একান্ত গোপনে। ভোট আপনার, দিবেন আপনি আপনার ইচ্ছামত দুর করে দিন সব অপশক্তি আর কুলাঙ্গার যত। আসুক তবে নতুন দিনের সূর্য বাংলাদেশে বেঁচে থাক স্বপ্নের দেশ সোনালী আলোর আবেশে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।