১৯৭০ এর নির্বাচনে সমগ্র বাঙ্গালী জাতি একত্রিত হয়েছিল!আর এই ঐকবদ্ধের জন্য কিছুটা হলেও কারচুপির আশ্রয় নিয়েছিল!আর এই কারচুপির জন্য আসন সংখ্যা ঠিক থাকলেও হয়ত ভোটের সংখ্যা কিছুটা কম হত!
পরবর্তী ১৯৭৩ সালের নির্বাচন '৭৩ এর পরিবর্তে '৭৫ এ করলেও পারতেন।কিন্তু জাতির জনক সরকারের স্বচ্ছতার জন্যই তা করেন নি!যেহেতু তেমন কোন বিরোধীদল ছিল না,তাই সে নির্বাচনেও কারচুপি হয়েছিল!
এরপর আসল জিয়াউর রহমানের সামরিক শাসন,এবং সে সামরিক শাসনের নগ্ন নির্বাচন জাতি খুব ভালো করেই জানে!একই ধারাবাহিকতায় আসলেন এরশাদ সাহেব!তবে তার নির্বাচন অন্তত জ়িয়াউর রহমানে হ্যা-না ভোটের চেয়ে ভাল ছিল!বহু সংগ্রামের পর আসল ১৯৯১!অনেকেই স্বচ্ছতার জন্য বসে থাকলেও আমানুল্লাহরা বসে ছিল না!তারা ঠিকই ভোটকেন্দ্র দখল করেছিল!আর দেশের তৃতীয় বৃহত্তর দলের নেতাকে বন্দী রেখে নির্বাচন কতটা কারচুপি হয় তা সহজেই বোধগম্য!এরপর ১৯৯৬!একটি দল কোনসময়ই সহজে ক্ষমতা ছাড়তে রাজি হয় নি!তারা সাদেক আলী নির্বাচনের ব্যবস্থা করল!আতুর ঘরেই সংসদ ভেঙ্গে দিতে হল!এত কম সময়ে সংসদ ভাংতে হয়েছিল সে প্রধানমন্ত্রীর হাতের মেহেদীর রঙও মুছে যায় নি!তারপর তত্তাবধায়ক সরকার প্রধান হাবীবুর রহমান সাহেবের নির্বাচন!এটাই ছিল একমাত্র সঠিক নির্বাচন!যে নির্বাচনে কোন দলই এককভাবে সরকার গঠন সম্ভব হয়নি!
২০০১ সালের নির্বাচন!নির্বাচনে একরাতে ৬৪ জন ডিসি ও এসপিকে বদলি করা হল!ওএসডি করা হল হাজার হাজার সরকারী কর্মকর্তাকে!রাত দশটার পর পালটে দেওয়া হল নির্বাচনের ফলাফল হাওয়াভবনের নির্দেশে!এরপর ২০০৮ এর নির্বাচন সম্পর্কেও আনেক কথাবার্তা শোনা যাচ্ছে!এই সম্প্ররকে মন্তব্যের সময় আসে নি!২৯ তারিখের পর বোঝা যাবে.....................!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।