বাংলাদেশ আমার দেশ
বিএনপি সেই পুরোনো দিনের হিসাব কষছে। পুরোনো দিনের ভোট গুনছে,কিন্ত তারা বুঝেও না বুঝার ভ্যান করছে, ভাবছে তারা আগের মতোই ভোট পাবে।তাদের জনপ্রীয়তায় যে ধস নেমেছে,দল থেকে বড় বড় নেতারাও চলে গেছে, সেটা তারা বুঝতে পেরেছে ঠিকই, তাই তারা আগে থেকেই ইন্জিনিয়ারিং ইসু তুলছে।এই ধরুন আমি নিজে বিএনপির ৯১,৯৬,২০০১ এর জনসভায় দেখেছিলাম টাংগাইলে খালেদা জিয়ার জনসভায় তিল ধারনের জায়গা থাকতোনা ১০ লাখ লোকের সমাগম ঘটতো,৫-৬ টা সিট পেতো,কিন্ত এবার সেখানে ৫০ হাজার লোকের সমাগম হলো না।যদিও ৯৬ তে কিছুটা জনপ্রীয়তা ছিল তাই ২ টা সিট পেয়েছিল।সারা দেশের একই চিত্র। জনপ্রীয়তার যখন এই অবস্থা কিভাবে তারা সপ্ন দেখে খমতায় যাওয়ার।বিগত নির্বাচনের আসন গুলোতে পর্যালোচনা করলে দেখা যায় আ'লীগ প্রায় আসনেই সামান্য ভোটে হেরে গিয়েছিল কিন্ত এবার চিত্র ভিন্ন, জাতীয় পার্টির ভোট যোগ হবে তাই মহাজোট বিপুল ভোটে জয়লাভের আশংকা।২০০১'এ ৪দল ২২০ পেলেও এবার ফল উল্টো হতে পারে যেমন ০২২,
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।