আমাদের কথা খুঁজে নিন

   

‘আদান-প্রদানের পথ প্রসারিত হওয়া দরকার’

পারভেজ হোসেন: ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়া প্রথমবারের মতো বাংলাদেশের কথাসাহিত্যের তিনটি বই প্রকাশ করেছে। এর মধ্যে আপনার মতিজানের মেয়েরা ও অন্যান্য গল্প, রশীদ হায়দারের বৃহন্নলা ও অন্যান্য গল্প ছাড়াও রয়েছে বাংলাদেশের গল্প নামে একটি সংকলন। সংকলনটি আপনি সম্পাদনা করেছেন। ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়ার সঙ্গে আপনার যোগাযোগটি কীভাবে ঘটল?
সেলিনা হোসেন: ২০০৭ সালে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলার মাঠে প্রতিষ্ঠানটির পশ্চিম অঞ্চলের কর্মকর্তা (ওয়েস্টার্ন রিজিওনাল অফিসার) সুবীর দত্তের সঙ্গে আমার পরিচয় ঘটে এবং নানা দেশের সাহিত্য নিয়ে আলোচনা হয়। এ সময় তাঁকে আমাদের দেশের লেখকদের বই প্রকাশের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলাম।

এরপর সুবীর দত্ত দেশে ফিরে ২০০৮-এর জানুয়ারিতে আমাকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি জানান, বিষয়টি ন্যাশনাল বুক ট্রাস্ট অব ইন্ডিয়ার বাংলা সাহিত্য বিভাগের প্রধান ব্রতীন দে কে জানানো হয়েছে, তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এভাবেই যোগাযোগের সূত্রপাত। তবে বই প্রকাশের ক্ষেত্রে ব্রতীনের ভূমিকা ছিল আন্তরিক। নইলে প্রকাশ হতো কি না, জানি না।


পারভেজ: সেই যোগাযোগের পথ ধরে প্রকাশিত হলো বাংলাদেশের তিনটি বই। কিন্তু এই তিন বইয়ের মধ্যে বাংলাদেশের গল্প সংকলনে কীভাবে গল্প নির্বাচন করা হয়েছে?।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।