বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে
কোথায় পেয়েছিলাম তোকে আমি? কোথায়বা দেখেছিলাম প্রথম তোকে? সবকিছু তুই আমার মতো করে ঠিক ঠিক চিন্তা করিস কিভাবে? কয় জনমের পরিচয় আমার তোর সাথে? কয় জনমের বন্ধুত্ব তোর সাথে আমার? কয় রাতের ভাবনা তোকে ঘিরে ? ঘুমপাড়ানি গানগুলো কে উপলব্ধি করতে শেখায় আমায়? প্রশ্নগুলোর উত্তর কি তুই কখনো আমায় দিবি? দিবি না?
তবে কি আমাকে গাইতেই হবে?
মন হাওয়ায় পেয়েছি তোর নাম
মন হাওয়ায় হারিয়ে ফেললাম
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেড়া স্যান্ডাল
ভুল ঠিকানা
মনরে হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
হে হে হে হে হে
হে হে হে হে হে
মন আলেয়া পুড়ালো খালি হাত
মন জাগে না জাগে না সারা রাত
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দুরদেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
মনরে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে হে হে হে হে
হে হে হে হে হে
আদরের দাগ যদি মুছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগুছে
বুঝো না এটুকু শিলালিপি
মনরে ব্যাথার আদরে অবুঝ আঙ্গুল রাখলাম
হে হে হে হে হে
হে হে হে হে হে
মন বুকের ভিতরে যে নরম
মন ছুঁয়ো না ছুঁয়ো না এরকম
ছুঁয়ে দিয়ে বুক কুড়ে কুড়ে খায় শোলাপোকা
বে-পাড়ায় কাঁদবে না এমা ছি ছি বোকা
মনরে নাহয় পকেটে খুচরো পাথর রাখলাম
হে হে হে হে হে
হে হে হে হে হে
(গানের কথা লেখায় বেশ কিছু ভুল থাকতে পারে )
ব্যান্ডের নাম : চন্দ্রবিন্দু
অ্যালবাম : জিজু
লিংক : Click This Link
(পোস্ট মুছে যেতে পারে )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।