আমাদের কথা খুঁজে নিন

   

(১৮+)একটি রাশিয়ান জোক,এবং তার অতি দূর্বোধ্য পদ্য রূপান্তর !

বিকট

রসবোধহীন মেয়ে রসবোধহীন মেয়ে,তুমি কিচ্ছু বোঝোনাকো! একটু রসিকতায় ফুলে ফেঁপে বসে থাকো! পাঁচ মিনিটের কৌতুকে তুমি ফুলে হলে পিঁপে ক"মাস আগে বলেছিলাম নির্জন এক দ্বীপে। তখন কি ছাই জানতাম,তুমি বোঝো এত কম! তখন তো খুব হাসছিলে,আর এখন বেড়োয় দম! রসবোধহীন মেয়ে,একটু বোঝার চেষ্টা কর, নিয়ম মেনে রসবটিকা শরীরটাতে ভর! (মূল রাশিয়ান জোক) -অন্তঃসত্বা বালিকা বলতে কি বুঝায়? -রসবোধহীন মেয়ে,একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।