আজকে কবিতার যত ললিত বদন
তুমি কর আরাধন নাম নীল রতন
আত্মপ্রেমে যাচ্ছ মঁজে জপ নিজ নাম
আহা তোমারে ছাড়া বুঝি দুনিয়া আকাম।
ওরে কবি হালুম হালুম শীতে দিচ্ছ ডাক
আমি কালচার বানাই,বাকি সব ফাঁক
আঙুল অধরা নাই কিছুই বলি নমস্য নাম
আমার ওস্তাদ বায়ুকূলে থাকেন বড়ই নিষ্কাম।
কহো রে সুন্দরী এই ভালবাসা হীনে
তোমারে দেখে নাই সে এই দূর্দিনে
ঢাক ভেঙে যারে বলে সুন্দরী নারী
সুধাপান বিনে বুঝিবা জীবন বিফলই।
বিমারি বিক্রয়খানা খুলে বুদ্ধিজীবির ধ্যান
কবে হবে বৈকল্য, আর অপেক্ষা ক্যান
আমরা আম জনতা যা বুঝি তাই করি
গতায়ত বাড়ায়া বাড়ায় কর পুকুর চুরি!
কেহ কাহাকে চিনে,চিনে আপন আধারে
কাহাকেও কেহ চিনে গেলে পরপারে
নিজেকে গুটায়ে রাখি ,আমি ভদ্রলোক চুপ
কাউরে কি ডাকছি আমি;চুতমারানির পুত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।