http://bdhome24.ucoz.com
ভেবেছিলাম somewhere blog অনন্ত রাজনীতির পাগলা হাওয়া থেকে দূরে থাকবে,কিন্তু সবাই আস্তে আস্তে রাজনীতি বিদ হতে শুরু করেছে। রাজনীতি বিদরাকে কয়েকটা প্রশ্ন করি?
১। লীগের নির্বাচলী ইশতিহারে দেখলাম যে (ক্ষমতায় গেলে) যুদ্ধ অপরাধী দের বিচার করা হবে। এর আগেও তো লীগ ক্ষমতায় ছিল তখন কেন বিচার হলো না। না পাঁচ বছর সময় বিচারের জন্য যথেষ্ট না কোনটা রাজনীতির গুরুরা একটু আওয়াজ দেবেন?
২। আর এখন বিএনপির কথা বাদ দিলাম, কারণ বিএনপিতে ক্ষমতা লোভী নেতা অনেক জন্ম নিয়েছে, তাই ক্ষমতার লোভে প্রতিশ্রুতির ফূলঝুড়ি ঝরাচ্ছে? এ দলের সব পর্যায়ে বেহাল অবস্থা।
৩। বর্তমানে রাজনীতি বিদরা প্রায় সবাই শিক্ষিত, কিন্তু যখন একজন শিক্ষিত মানুষ চোখে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় দেখেও না দেখেও না দেখার ভান করে। আমরা যাদের কাছে দেশ পরিচালনা বিশাল দ্বায়িত্ব অর্পণ করি মাত্র একদিনের ভোট দিয়ে ? তাহলে এই শিক্ষিত মূর্খ লোকদের কাছ থেকে কি আমরা ভালো কিছু আশা পারি? না ভাবিষ্যৎ এ পারবো???????
৪। দুই দলে তাল মিলিলে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা কি আশা করতে পারবো প্রতিশ্রুতি গুলো ২০% পুরণ হবে?
গুরুরা জবাব দ্যান?????? জলদি????????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।