মায়ার চাদরে
মমতার সুতায় বোনা
তুলতুলে জোসনা বনে
অজুত বৃক্ষরাজী
হাজারো পাখির কলকাকলীতে
পেতেছি তোমার সজ্জা।
জলপরী, তুমি ভয় পেও না
তোমাকে কষ্ট ছোঁবে না
বেদনারা অচিরেই পথ হারাবে
পাবে না তোমার দেখা
তোমায় রাখব মেঘের দেশে
রংধনুর ছায়ায়।
রানী মৌমাছি গুনগুনিয়ে
গান শুনাবে
পাহাড়ায় সাদা খরগোস
চন্দনের গন্ধে
বেতুস লতায় সাজবে তুমি
খোঁপায় গুঁজবে শিমুল
কলাপাতা রঙ শাড়ীতে
আমার হবে তুমি।
অমঙ্গল ভয়
অজানা কষ্ট
অহেতুক রক্তক্ষরণে
আর তুমি বিদ্ধ হবে না
কোন পাপ স্পর্শ করবে না তোমায়।
সারা দিনমান মোড়া থাকবে
ভালবাসার চাদরে
কবির পরম আদরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।