আমাদের কথা খুঁজে নিন

   

'নগর পরিবহণ ব্যবস্থা উন্নয়নে সরকারের নিকট প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠক



'নগর পরিবহণ ব্যবস্থা উন্নয়নে সরকারের নিকট প্রত্যাশা' শীর্ষক গোলটেবিল বৈঠক জনাব, শুভেচ্ছা জানবেন। আগামী ২৩ ডিসেম্বর ২০০৮ মঙ্গলবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পরিবেশ বাঁচাও আন্দোলন ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত আয়োজনে নগর পরিবহণ ব্যবস্থা উন্নয়নে সরকারের নিকট প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আন্তর্জাতিক পরিবহণ বিশেষজ্ঞ ড. মাহাবুবুল বারী। বর্তমানে ঢাকা শহরে যানজট একটি মারাত্মক সমস্যা। পাশাপাশি যাতায়াত সময় ও খরচ, অবকাঠামোগত ব্যয়, জ্বালানী খরচ, দূষণ ও দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে এ সকল সমস্যা নিরসনে অতিসত্ত্বর উন্নত নগর পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। সেক্ষেত্রে যথাযথভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণযন ও বাস্তবায়ন জরুরী। পরিকল্পনা গ্রহণ ও প্রকল্প হাতে নেয়ার পূর্বে এ থেকে ভবিষ্যত অবস্থা কি হতে পারে তার সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে শহরে যাতায়াতের জন্য কি রকম গতি, সময়, খরচ, নিরাপত্তা চাই এবং মানুষের আর্থিক-সামাজিক-পরিবেশগত সুবিধার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।