আমাদের কথা খুঁজে নিন

   

বগা লেকের পথে প্রান্তরে...(ছবি ব্লগ)



সম্ভবত আমাদের দেশের সুন্দরতম একটা পাহাড়ী রাস্তা রুমা বাজার থেকে বগা লেক যাওয়ার পথ। ছোট বড় অসংখ্য পাথর এবং অগনিত ঝিরি। আর চলার পথে সহজ, সরল, পরিশ্রমী পাহাড়ী আদিবাসীরা তো আছেই। ৫/৬ ঘন্টার হাটার ক্লান্তি যেন ভুলিয়ে দেয় অদ্ভুদ সুন্দর প্রকৃতি। আর হাটার পথ শেষ করে যখন বগা লেকের ঠান্ডা পানিতে গা ভেজাবেন তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না ক্লান্তি। কুয়াশাচ্ছন্ন একটি ভোরে যাত্রা : ঝিঁড়িপথে পা ভিজিয়ে চলা : চারপাশে শুধুই পাথর : পাহাড়ের মানুষেরা - সরলতার অপর নাম : অবশেষে বগা লেক : অনেকের কাছে শুনেছি বগালেক এর পরে আরও অনেক সুন্দর পাহাড়ী পথ আছে। আমার সেগুলোতে যাবার সোভাগ্য হয়নি। ইচ্ছে আছে, যাবো হয়তো কোন একদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।