আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-৭ (ইরাকী সাংবাদিক)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

ছেলেঃ এ্যাই দেখেছ ! মিশরের এক ধনকুবের জায়েদীর সাথে তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছে ! মেয়ে ঃ হ্যাঁ ! দেখলাম । লোকটা তো এখন একজন হিরো। বুশকে জুতা মারা তো আর সহজ কথা নয় ! তাই না ? ---- হ্যাঁ তা ঠিক সাহস একটা জিনিস.. .. ---- তোমার সেই জিনিসটাই নাই ! ---- আমি থাকি বাংলাদেশে ! এত সাহস দিয়ে কী করব !! ---- কী বল ! সাহসের কদর সব দেশে! দ্যাখনা সাংবাদিক হল ইরাকী। আর মিশরীয় ধনকুবের তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে... ---- আমি তো সাংবাদিক নই! সাহস অত না হলেও চলে!! ---- ওরে খোদা !! তোমারে বুঝাবে কে? ---- ঠিক আছে... আমার সাহস নাই আর এই সাহস না থাকার কারণেই হয়ত আমি বাংলাাদেশে !! আর তোমার মত একটা মেয়ের সাথে প্রেমও করছি। ---- মানে ? ---- ধর আমি যদি সাহসী হতাম তাহলে হয়ত এদেশে জন্মাতাম না । তখন জন্মাতাম ইরাকে ! তুমিও হতে সেই ইরাকী নারী যার সাথে আমার প্রেম... আমার পেশা সাংবাদিকতা.... একসময় এরকম বুশ আসতো আমাদের ইরাকে.. আর আমি হতাম সেই সাংবাদিক এবং বুশকে জুতা মেরে দিতাম !! ---- ভালই তো হত ! তোমার সাথে যেহেতু আমার প্রেম তাই আমি গর্বিতই হতাম !!! ---- কিন্তু সমস্যা তো অন্য জায়গায় !! ---- কোন জায়গায় ? ---- আমি জুতা মারার পর কোন মিশরীয় ধনকুবের যদি তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাইত .. তখন ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।