..
স্তব্দ বিস্ময়ে তাকিয়ে আছে আকাশ---
মাঝে মাঝে আকাশেরও বুঝি নিঃশ্বাস রুদ্ধ হয়!
সুরমা-কিনারে জংলা-ঝোপের পাশে পড়ে আছে
সোনালী এক স্তুপ মাংসপিন্ড
হ্যাঁ -- এখন তাকে শুধু মাংসপিন্ডই বলা যায়;
দীঘল কালো চুল আর বিশেষ অঙ্গগুলো
স্পষ্টতই বলে দিচ্ছে সে একজন মানবী ছিল
ছিল?
এখন আর নেই?
না। এখন সে শুধুই হায়েনার উচ্ছিষ্ট মাংস-সমষ্টি।
একটি জলপাই রঙ গাড়ী এই লাশ ফেলে গেছে।
যার চোখে সারাক্ষণ থই থই করতো সমগ্র নীলাকাশ
আকাশের মুখোমুখি শূন্য-কোটর দু'টি গর্ত নিয়ে
লজ্জাহীণ--নিরাবরণ--নিরাভরণ চিৎ হয়ে আছে;
সোনালী একটি হাতের দখল নিয়ে
দুইটা ঘেয়ো-কুকুরের হানাহানি দেখে
অন্তহীন-লজ্জায় সমস্ত চরাচরের বাতাস নিস্পন্দ হয়ে যায়।
সুরমাপারের আকাশ-বাতাস এই হত্যাকান্ডের বিচার চেয়েছিলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।