আমাদের কথা খুঁজে নিন

   

লিংক ডেড হবার আগেই ডাউনলোড করে নিন Adobe Dreamweaver CS5 ( Mediafire & 400 MB)

সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট ।
Adobe Dreamweaver সম্পর্কে আসা করি সবাই কম বেশী জানেন । আপনি যদি ওয়েব ডিজাইনার বা ডেভলপার হয়ে থাকেন বা হতে ইচ্ছুক থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্যই । তবে একটি কথা বলে রাখা ভালো "কোডিং শেখার কোন বিকল্প নেই",  Adobe Dreamweaver আপনার কাজকে সহজ করে দিতে পারে কিন্তু প্রফেশনাল হতে হলে আপনার অবশ্যই কোডিং জানতে হবে ।
যাই হোক এগুলো নিয়ে অন্য এক পোষ্টে আলাপ করা যাবে, আপাতত মূল প্রসঙ্গে আসা যাক ।

আমাদের দেশের অধিকাংশ লোক কম স্পিডের ইন্টারনেট ব্যাবহার করে তাই ডাইনলোডের সুবিধার কথা বিবেচনা করে 400 MB সাইজের এই সফটওয়্যারটিকে আমি 100 MB করে মোট 4 টি ভাগে ভাগ করে মিডিয়াফায়ারে আপলোড করেছি ।
প্রথমেই এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নিনঃ (মিডিয়াফায়ার লিংক)
পার্ট- ১ পার্ট- ২ পার্ট- ৩ পার্ট- ৪
ডাউনলোড হয়ে গেলে ফাইল ৪ টি কে কপি করে একটি নিউ ফোল্ডারে নিন ।
Winrar দিয়ে পার্ট- ১ ফাইলটিকে Unrar করলে অটোমেটিক সবগুলো পার্ট Unrar হয়ে যাবে এবং elogbd.com....Dream_CS5 নামের নতুন একটি ফোল্ডারে পুরো সফটওয়্যারটি পাবেন  ।
Unrar password হলোঃ   w w w. e l o g b d. com
এতোক্ষনে আসা করি Unrar হয়ে গেছে ।
elogbd.com....Dream_CS5 ফাইলটি অপেন করুন ।

এবং নিচের চিত্রগুলোর নির্দেশনা অনুসরন করুন-
১. Setup.exe রান করুন ।
২. Installation Agreement Accept করুন ।
৩.  এখন ইন্সটলেশন কমপ্লিট করার জন্য Serial Key চাইবে ।   Serial Key পাবার জন্য নিচের চিত্রে খেয়াল করুন ।
চিত্রে দেখানো কীজেন রান করুন,  ইন্সটলেশন কমপ্লিট করার জন্য কীজেনে পাওয়া সিরিয়াল কী কপি করে পেষ্ট করুন এবং Next এ ক্লিক করুন ।


৪. Adobe আইডি দিয়ে Sign in অথবা Account Create করতে বলবে । দরকার নাই । Skip করুন ।
৫. চাইলে  ইন্সটল কাস্টমাইজ করতে পারেন,  না বুঝলে ফুল ইন্সটল দিন ।
৬.  ইন্সটল হয়ে গেলে Crack Folder থেকে amtlib.dll ফাইল কপি করুন ( 32 bit ইউজাররা 32 bit এবং 64 ইউজাররা 64 bit) এবং আপনার কম্পিউটারের C ড্রাইভ > Program Files > Adobe > Adobe Dreamweaver CS5 ফোল্ডারে amtlib.dll ফাইলটি পেষ্ট (রিপ্লেস) করুন ।


অভিনন্দন । আপনি পেরেছেন । । পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল eLogBD ব্লগে ।
সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।

পোষ্টটি উপকারে আসলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.