আমাদের কথা খুঁজে নিন

   

গজব: পাকিস্তানে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ে নিহত ৪০, আহত অনেক

পাকিস্তানে তিন দিনব্যাপী প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তরাঞ্চলে। সেখানে ঘরের ছাদ ধসে শিশুসহ বেশ কয়েকজন প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রচণ্ড বন্যার তোড়ে একই পরিবারের ছয় জন পানিতে ভেসে গেছে বলে জানা গেছে।

কোনো কোনো এলাকায় মাত্র তিন দিনে গোটা ফেব্রুয়ারি মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ২৫ জন মারা গেছে। লোয়ার দির জেলায় নিখোঁজ রয়েছে তিন সেনা সদস্য। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে চলতি মাসের মাঝামাঝি সময়ে আবারো আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও তা চলতি সপ্তাহের মত ভয়াবহ হবে না। বিগত তিন বছর ধরে পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে।

২০১০ সালের ভয়াবহ বন্যায় ১৮০০ মানুষ মারা যায়, ক্ষতিগ্রস্ত হয় দুই কোটি দশ লাখ মানুষ। সুত্র: রেডিও তেহরান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।