জীবনমুখি গান গেয়ে বিখ্যাত নচিকেতার গত পূজোর অ্যালবামের গান গুলো শুনেছেন কি? আমাদের সামনের নির্বাচন নিয়ে যোগ্য একটা গান আছে। আমার সোনা চাদের কনা- নামের গানটিতে তিনি মন্ত্রীদের ভালোই বাশঁ দিয়েছেন।
আমার সোনা চাদের কনা
আর কি কি বলবো
আমার সোনা চাদের কনা
আর কি কি বলবো
ডাক্তার উকিল তো নয়
তোকে মন্ত্রী বানাবো
মন্ত্রী বানাবোরে তোকে মন্ত্রী বানাবো
তারপরে চার পুরুষ বসে বসে খাবো ।।
মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়
মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো
গোটা দেশটা চালাবোরে শিল্পপতি কি হবো
একদিন তোর মা ছাড়া সবার পতি হবো ।।
মন্ত্রী হওয়া সোজা সবচে' মন্ত্রী হওয়া সোজা
পড়াশোনার বালাই নেইকো শুধু ফন্দি ফিকির খোজা
মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ
তোর কাজ শুধু ধরা জনদরদীর সাজ
এসব আগে থেকেই রিহার্সেল করে রাখবো
এসব আগে থেকেই রিহার্সেল করে রাখবো
দরকার হলে প্রাইভেট টিউটর 'এক্স মন্ত্রী' রাখবো ।।
চুরি করনা করনা চুরি করনা অগুনতি
পশু খাদ্য কেলেঙ্কারীর পরও কেউ হয় রেলমন্ত্রী
কি আর হবে বড়জোর বসবে কমিশন
সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন
ওরে গালাগালি একটু নাহয় খাবি তাতে কি
ওরে মরা মানুষের চুল ছিড়লে তাতে ওজন কমে কি!!
শুনতে পারেন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।