আমার কাছে থাকা তথ্য অনুযায়ী ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে ৪লক্ষ বাঙালী মা ধর্ষণের শিকার হয়েছিলেন........প্রচুর পরিমানে গর্ভপাতের পরেও যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছিলো ২৫হাজার যুদ্ধশিশু..........এই শিশুরা সম্ভবত সবচেয়ে বেশী দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য.......ওরা আজ কোথায় আর রাষ্ট্রই বা কি করেছে ওদের জন্য.........এই প্রজন্মই বা কতটুকু জানে তাদের কথা???
আমরা কি তবে যুদ্ধের এই চরম বাস্তবতাটিকে অস্বীকার করতে চলেছি???
আমার ব্লগ জীবনের একেবারে প্রথম লেখা এইটা।
আজ আবার রি-পোস্ট করলাম।
কারন যে মাধ্যম থেকে আমি নিজে যুদ্ধশিশুদের সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম সে মাধ্যমটার জন্য আজ একটা বিশেষ দিন।
এইবারের বইমেলায় বেরিয়েছে কিশোর মুক্তিযোদ্ধা সাজিদ হোসেন এর গবেষণা গ্রন্থ 'একাত্তরের যুদ্ধশিশু'..........আজ ১৯ মার্চ ২০০৯, চট্টগ্রামের মেহেদীবাগস্থ 'বিশদ বাঙলা' এর পরম্পরা কক্ষে বইটা নিয়ে অনুষ্ঠান হবে। লেখক স্বয়ং উপস্থিত থাকবেন।
এখানে দেখানো হবে এই বই অবলম্বনে নির্মিত ৩০ মিনিট ব্যাপ্তীর একটি ডকুমেন্টরী 'যুদ্ধশিশু'.........যেটি তৈরী করেছে আমার কয়েকজন বন্ধু.......আমিও অবশ্য টুকটাক কাজ করেছি......যে ব্লগাররা চট্টগ্রামে আছেন তারা চাইলে সন্ধ্যা ৬.৩০ মিনিটে আসতে পারেন বিশদ বাঙলায়।
আশা করছি ভালো লাগবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।