আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এ জল্লাদের দরবারে জামাত নেতা গোলাম আযম: জামাতের যুদ্ধাপরাধের একটি ঐতিহাসিক আলোকচিত্র

munirshamim@gmail.com

এ সময়ের সব চেয়ে কৌতুকপূর্ণ পোস্টটি দিয়েছেন ব্লগার হলদে ডানা। তিনি দাবী করেছেন জামাতের সাথে যুদ্ধাপরাধের কোন সম্পর্ক নেই। এ দাবিটা তিনি যুদ্ধারপরাধী নিজামী-মুজাহিদের অনুজ হিসেবে যথার্থই করেছেন। অগ্রজদের মিথ্যা, ছলনা আর বিভৎসতার মগবাজারীয় পাঠশালায় যে সামাজিকায়ন ঘটে সেখানে এর চেয়ে আর কীই বলতে পারেন তিনি। তিনি এবং তার মতো আরও যারা একই সামাজিকায়ন প্রক্রিয়ার অংশীদার তারা এ ছবিটি দেখতে পারেন। ১৯৭১ সালে জামাত নেতা যুদ্ধাপরাধী গোলাম আযম কুখ্যাত জেনারেল টিক্কাখানের সাথে পরামর্শ করছেন। যে পরামর্শের ভিত্তিতে বাংলাদেশে খুন, হত্যা, লুন্ঠন, ধর্ষণ পরিচালিত হয়েছিল। হলদেডানারা কি তারপরও বলবেন, দেশে কোন যুদ্ধাপরাধী নেই...জামাতের সাথে যুদ্ধাপরাধের কোন সম্পর্ক নেই????????? বিজয় দিবস ২০০৮ উপলক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল। সে প্রদর্শনী থেকে ছবিগুলো ডিজিটাল ক্যামেরায় তোলা হয়েছে। ছবির জন্য এবং প্রদর্শনীর উদ্যোগের জন্য ছাত্র ফ্রন্টের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।