আমাদের কথা খুঁজে নিন

   

লাল দরজাকে লাল সেলাম!



অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত! অনেক দিন গ্রামে ছিলাম। তাই কিছু লিখতে পারি নি। অনেক দিন পর লিখতে বসে ভাল লাগছে। অনেকে হয়ত ভাবছেন লাল দরজাকে নিয়ে লিখলাম কেন? আসলে লাল দরজার লিখা আমার ভাল লাগে। তার লিখার মধ্যে আমি প্রতিবাদী রূপ দেখতে পাই, তা কিন্তু আবার বিপ্লবী নয়।

বর্তমান সমাজ-ব্যবস্থা, উগ্র-সাম্প্রদায়িকতা, সংস্কৃতির উপর আগ্রাসন এসব বিষয় উনি যেভাবে তুলে ধরেছেন তা খুবই সুন্দর। কিন্তু উনি যা দেন না বলে আমি মনে করি তা হল গণজনতার মুক্তির সঠিক দিক নিদের্শনা। যেটি দেওয়া খুবই দরকার বলে আমি মনে করি বিশেষ করে এ সময়ে। এই সামন্তবাদ, সামাজ্র্যবাদ, উগ্র-সাম্প্রদায়িকতা, শাসকের রাঙা চোখ থেকে মুক্তির একটিই পথ রয়েছে। আর তা হল মার্কস-লেনিন- মাওবাদ এবং তাদের আদর্শের যোগ্য উত্তরসূরি সি.এম.(চারু মজুমদারের) পথ ধরে হাঁটা এবং গনজনতাকে একটি সফল বিপ্লবের দিকে ধাবিত করা।

তারপর ও আপনি ও অন্য যারা এসব বিষয় নিয়ে ভাবেন এবং লিখেন তাদের সকলের প্রতি আমার লাল সেলাম রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।