কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
দূরবনে দূর্বল তন্দ্রালু পাখিটা যখন ডেকে উঠে
নিমিষে ভেঙ্গে পড়ে মেঘের দেয়াল,
ঘনঘোর বৃষ্টির মুখরতা মাথায় নিয়ে
দৌড়াতে থাকি গহীন বনের পানে।
নিভৃতের সবটুকু দখল হয়েছে জীবনের দৌরাত্মে
বাধা নেই তাতে কোন আছে শিহরন,
আছে লালিত স্বপন, বোধের বাস্তবায়ন
মাটিরা কুঁকড়ে উঠে দলনের ব্যথায়।
মন্থিত হয় তবু প্রতিদিন মাটির শরীর
নিয়মের সাঁকো বেয়ে ভেসে আসে নিষ্পাপ হাসি,
স্নেহের ডোরে বেঁধে নেয় পৃথিবী তারে
বুকের আদরে সঞ্চিত রসে সিক্ত করে প্রাণ।
বাধা হবে কেন হাসির পরে হাসি উল্লাস ধারা
বনের পাখি খায় কার সঞ্চয় থেকে জানো কি?
তবু নিহত হয় লক্ষ কোটি স্পন্দন ঔরসে, সুরক্ষায়
ঝড় না হতেই ভেঙ্গে যায় জীবনের কাণ্ড যেখানে।
দেখা হয়ে উঠে না তাণ্ডবীয় ঝড়ের দাপট
মাখা হয় না শরীরে শিহরনে বৃষ্টি ফোঁটা,
ঘুম-জগতের পথে পথে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
অবশেষে হলো না আর পৃথিবী দেখা...।
১৯ ডিসেম্বর ২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি কৃতজ্ঞতা http://www.i2k.com/~suzanne/ewbig.jpg
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।