সীমান্তের অতন্দ্র প্রহরী
আমাদের (আপোষহীন নেত্রী) (সাবেক প্রধানমন্ত্রী) (সাবেক ফার্স্ট লেডী) জনাবা বেগম খালেদা জিয়া (যিনির জন্ম তারিখ নিয়া খোদ নির্বাচন কমিশন দ্বিধান্বিত), সবচেয়ে বড় পরিচয় তিনি তারেক-কোকোর আম্ম্জান, গতকাল যে যুক্তি দ্বার করালেন তাতে আমার মাথার ভেতরের যত AND, OR এবং NOT gate আছে তা সম্ভবত তালগোল পাকিয়ে গেছে। তিনি এক নির্বাচনী জনসভায় ( তাদের ভাষায় জনসমুদ্রে) বললেন, "চারিদিকে ধানের শীষ এবং দাড়িপাল্লা- র যে জনপ্রিয়তা দেখছি এর পরও যদি চারদলীয় ঐকজোট নির্বাচনে হেরে যায় তাহলে তা মেনে নেয়া হবেনা।" বাহ!! কি সুন্দর যুক্তি, এ রকম যুক্তি কে আমরা আদর্শ হিসেবে ধরতে পারি. মানে মৌলিক যে তিনটি গেট AND, OR এবং NOT gate তার সাথে BNP নামে একটা গেট যুক্ত করতে পারি যার সমতু্ল্য ইলেকট্রিক্যল সার্কিট এর output এমন হবে যে input এ যা ই দেয়া হোক না কেন output এ আমার কাঙ্খিত result
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।