আমাদের কথা খুঁজে নিন

   

আউল ফাউল জোকস।

::::: দেখবো এবার জগতটাকে :::::

একলোক কম্পিউটারের কিছুই বুঝে না। কিন্তু খুব ঠ্যাকায় পরে বাধ্য হয়ে একটা পিসি কিনছে। যেই ব্রান্ডের পিসি ওদের কাস্টমার কেয়ার সার্ভিস খুব ভালো। ওরে কিনার সময় বলে দিছে স্যার গো, চিন্তা নাই, আপনে কোন সমস্যায় রাত ৩টার সময় ফোন করলেও আমাদের কাস্টোমার কেয়ার ম্যানেজার আপনেরে পিসি রিলেটেড সমস্যার সমাধান দিবে। একদিন ঐ লোক গভীর রাতে পিসিতে কাজ কাম করতেছে আর পিসিটা হ্যাং হয়ে গেছে। ঐ লোকতো জানেনা ব্লগে কত টেকু এস্পার্ট আছে। তাই সে ফোন দিছে কাস্টোমার কেয়ারে। কাস্টোমার ম্যানেজার সব শুনে বলে, ওকে স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রব্লেম। নাউ প্রেস CTL এন্ড ALT বাটন ইন সেম টাইম দেন পি অন ইউর কি বোর্ড। সেই লোক ঘাবরে গিয়ে বললো, what Pee on my keyboard? ম্যানেজারঃ yes sir. 'P' on your keyboard. কাস্টোমারঃ but I dont want to pee my keyboard ম্যানেজারঃ No sir. to make your PC ok you have to do it. P in your keyboard.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।