আমাদের কথা খুঁজে নিন

   

যা কইছিলাম

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

মহান ত্রিভুজের ব্লগে আমি ব্যান না দিখ্যা বেশ পন্ডিতি একটা মন্তব্য কইরা আসছিলাম। এখন দেখি উহা মডারেটেড। অর্থাত ছাগুরাম চাইলে প্রকাশ নাও করিতে পারেন। তারপরও কি দিছিলাম লুকজনের জানা দরকার। ঘুমাইতে যাওয়ার আগে বইলা যাই।

উনি জানতে চাইছেন মুক্তিযুদ্ধের পক্ষের লুকেরা সামহোযারে মুক্তিযুদ্ধবিরোধী নিক সৃষ্টি করে কেনো? (আমি শিউর ত্রিভুজ মুক্তিযুদ্ধের পক্ষের কারো সৃষ্ট নিক না) তো মন্তব্যটা হইলো অনেকটা এইরকম- এই ব্যাপারে আমার একটা ধারণা আছে যা ভুলও হইতে পারে। আপনি ইদানিং কাজ-কর্ম ও জিআরই নিয়া ব্যস্ত হইয়া পড়ছেন। ব্লগে তেমন আসেন না। তাই লুকজন আপনার অভাব দূর করতে এইসব নিক সৃষ্টি করে যারা আপনার ভাষায় কথা কয়। তবে ভুয়া ভুয়াই।

ধরা পড়লেও কি আর না পড়লেই কি। আসল ত্রিভুজ এক পিস। এইটার কোনো সংস্করণ হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।