আমাদের কথা খুঁজে নিন

   

আর কত দিন হবে গৃহবধূর আত্মহত্যা



উপজেলার আটাত্তর চর গ্রামের বীথি (২৩) নামের এক গৃহবধূ যৌতুকের টাকা দিতে না পারায় স্বামীর নির্যাতনে বিষপানে আত্মহত্যা করেছেন। পৌরসভার চরবওলা গ্রামের মৃত রফিক চৌধুরীর মেয়ে বীথিকে পার্শ্ববর্তী বালিজুড়ী ইউনিয়নের ইছহাকের (২৮) সাথে ৩০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ যৌতুক ধার্য করে ৮ হাজার টাকা বাকি রেখে বিয়ে দেয়া হয়। ইছহাক মাঝে মধ্যেই যৌতুকের বাকি টাকার জন্য বীথিকে মারধর করত বলে তার মা অভিযোগ করেন। গত সোমবার বীথি নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পানে আত্মহত্যা করে। সুত্র : দৈনিক নয়া দিগন্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।