আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এর এক (অগুনতি) নারীর ক্রন্দন........কী পেলাম তার বিনিময়ে? জাগো বাঙালী জাগো........জামাত-শিবির ভাগো

ধর্ম যার যার , বাংলাদেশ সবার এখন মধ্যরাত ষ্টেশনের অদুরে ধাবমান শেষ মালগাড়ীটার আওয়াজ দ্রুত মিইয়ে যাচ্ছে..............................সারারাত জ্বলে থাকা বাতিগুলোর আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে । বাতিওয়ালা সারারাত জ্বলে থাকা বাতিগুলো নিভিয়ে দিতে ব্যস্ত ..... হঠাৎ নারী কন্ঠের ক্রন্দন ভেসে এলো মৃদু বাতিওয়ালার কানে... আস্তে আস্তে খুজতে থাকে ..এবং খুজে পাওয়া যায় ..প্লাটফর্মের উত্তর প্রান্তের জীর্ণ ভাঙ্গা দালান ঘরে অর্ধনঙ্গ অবস্থায় এক অভিজাত নারী মুখঢেকে কাপা কাপা কন্ঠে কেদেঁই চলেছে ...... ঘটনায় প্রকাশঃ সারারাত ধরে স্থানীয় রাজাকাররা এক পাক আর্মীর হাতে যুবতিটাকে উপঢৌকন দিয়েছিল ...........ফূর্তিকরার জন্যে । এবং এই নির্যাতিতা সকাল সাতটার মেইল ট্রেনে ঝাপ দিয়ে....আত্মাহুতি দিয়েছিল । বিনিময়ে বাংলাদেশ পেয়েছিল স্বাধীনতা.। দেশ ৪২ বছর পরে তাকে বিরঙ্গনা উপাধি দিয়েছিল কী না ...দেশ আসলেই স্বাধীনতা পেয়েছিল কি না........সেই মহিলার মতন হাজার হাজার নারী-পুরুশ জীবন দিয়ে......আমরা কোন বাংলাদেশ পেলাম???????????? যেখানে সহজেই পাকিস্থান পন্থী হয়ে ও মন্ত্রী হওয়া যায়.....পতাকা.....পাওয়া যায়.....সত্যি সেলুকাস কী বিচিত্র এই বাঙলাদেশ.......................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।