আমাদের কথা খুঁজে নিন

   

দ্য নাইট ইজ স্টিল ইয়াং! ২

চতুর্মাত্রিক.কম (choturmatrik.com)

রাতের শরীরে কতক দুঃখ শুয়ে থাকে যাদের পরিচয় ভোরের আলোর সাথে হারিয়ে যেতে পারে বলে রাত খুব ওম পাতিয়ে তাদের থাকতে দেয় নিজস্ব ডেরায়। আমরা কয়েক নিশাচর সরীসৃপ মাঝে মাঝে সেখানে গিয়ে চুপচাপ দুঃখ চুরি করে আনি। আলোর স্তম্ভ রাজশাহী রেলওয়ে স্টেশন হলুদ কুয়াশার ছায়া একাকী স্ট্রীটলাইট ওয়ান মাইনাস দ্য ফুলমুন নৃত্যরত স্ট্রীটলাইট (কৃতজ্ঞতা ব্লগার টিংকু ট্র্যাভেলার) শক্তিদইঃ পুষ্টিতে ভরপুর! কাচের দেয়ালঃ ওপাশে আলোর শহর নীল জোনাক লাগেজ কম্পার্টমেন্ট আমি আগে এই ছবিব্লগ দেইনি। আজ সাহস করে দিচ্ছি। ছবিগুলো আমার ক্যামেরায় তোলা (সনি সাইবারশট ৪.০)। রাজশাহীতে যাওয়া পড়েছিলো মাঝে। ফেরার পথে হঠাৎ তুলে ফেলা কয়েকটা ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।