আমাদের কথা খুঁজে নিন

   

এক দিনের উদযাপন.....ফাঁকিবাজ আমরা ( একটু ভেবে দেখেন )

ফাঁকি মারলাম

এখন শুরু হচ্ছে যুদ্ধ বিজয় উদযাপন-- সবাই যে যা করবেন রেডি করেন কে কে গান গাবেন ,কে কে নাচবেন হাত তুলেন ঐ রহিমন তুমি না কবিতা বলবা? মুসা মিয়া নাকি একটা নাটক দেখাইবা? তাড়াতাড়ি করেন সবাই ,মন্ত্রী আসছেন দেরী হয়ে গেলে কি বিচ্ছিরি কান্ড হয়ে যাবে প্রথমে ভাষন,পরে পায়রা উড়ানো এরপর সাংস্কৃ্তিক পর্ব,আজকের দিনাটা গেলেই বাঁচি আয়োজন করতে গিয়ে জান শেষ। আরে করিম মিয়া কি কর?এত কষ্ট করে পতাকা সেলাই কর ক্যন? কোনরকম বানিয়ে দাও।আজকের দিনটার জন্যই তো কালকে থেকে আর এগুলা মনে থাকবে নাকি কারো? খাওয়া দাওয়াটাই আসল ,সে আয়োজনটা সুসমপন্ন এখন খালি অপেক্ষা , কখন প্রধান অতিথি আসবেন আর ফিতা কাটবেন আমাদের কাজ এখানেই শেষ........ ( আমরা মুখে বলি,একদিনের উৎসব করি কিন্তু বুকে কয়দিন, কতবার লালন করি? আসুন আজকে থেকে এই বিজয়ের বোধে অনুপ্রাণিত হই,অনুপ্রানিত করি প্রতিটি দিন )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।