আমাদের কথা খুঁজে নিন

   

আজ প্রেরণার দিন



তুমি তো জানো প্রভু বিজয়ীরাই লেখে ইতিহাস সত্যের সুবাস তাতে ধামাচাপা পড়ে চায় আজ জয়ী হলে কালজয়ী হিটলার নবীর মর্যাদা পেত ঘরে ঘরে মসজিদে গীর্জায় উপাসনা হত বিজয়ীরাও ইতিহাস লেখে বরাবর এই দেশ আমার আমাদেরও পৌত্তলিকতার বিরুদ্ধে লড়ে শহীদ হয়েছে যেসব বীর তোমার নামকে উচ্ছে তুলে ধরে তারা হারে নি এ মাটিতে রয়ে গেছে তাদের রক্তের ঋণ আজ হায়েনার উল্লাসে বিবস্ত্র অবাঙ্গালী নিধোনোৎসবে যারা হয়েছে নির্মমতার শিকার তারা হারে নি প্রভু জান্নাতে দিও তাদের ঠাই তুমিই তো প্রভু সবজান্তা রব তোমাতেই তাই ফরিয়াদ জানাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।