দিন বদলের পালা- নাকি রাত্রি শুরুর ধুয়া।
দেশ বাঁচাও ও মানুষ বাঁচাও -সেও বুঝি ভুয়া।
মেনিফেস্টো - ইশতেহারে নানান মধুর বুলি,
এই হবে আর সেই করিবে দেশ ধরিবে তুলি।
সেই কথাতো বেশ শুনেছি বেশ-
স্বপ্নে সেটাই শেষ হয়েছে শেষ।
অশ্বডিম্ব প্রসব হলো দিনের পরে দিনে,
আবারো সেই প্রতিশ্রুতি- নাওনা এবার চিনে।
ক্ষমা কেহ চায়নি দেখো অতীত ভুলের তরে,
ওদের প্রতি আস্থা তাইতো ফানুস হয়ে ওড়ে।
কেমনে হবে শুরু ?
তোমরা যদি ভুল না ভাঙো দেশকে মানো গুরু।
আর হবে না অপশাসন আর না অত্যাচার-
এটাই হোক তোমার আমার গণ ইশতেহার।
নইলে দেখো শেষে-
জায়গা কোনো হবে নাতো তোমাদের এই দেশে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।