সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি
কুরবানীর ঈদে বাড়ী যাবার কিছু দৃশ্য আপনাদের জন্য দিলাম। যাত্রা পথে নানা বিড়ম্বনার শিকার হয়ে অবশেষে সাধের গ্রামের বাড়ী গিয়ে পৌছলাম দীর্ঘ ৭ ঘন্টার কষ্ট সহ্য করে। আপনাদের দোয়ায় দুই দুইটা দূর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি। আমরা ৩ জন মোট ১০ বার বিভিন্ন রকম যানবাহন পরিবর্তন করে গিয়েছিলাম। তার মধ্যে ছিল ''রিক্সা + বাস + স্বয়ং পা + লঞ্চ + স্বয়ং পা + নছিমন + করিমন + ভ্যান + বাস + ভ্যান + নৌকা + ভ্যান + মটরসাইকেল = বাড়ী।
''
বি.দ্র. (নছিমন ও করিমন কিন্তু আমার কিছু লাগে না। এটা গাওয়া গ্রামের একটা যানবাহনের আদরীয় নাম)
অবশেষে আবার আমি এই প্যাচাইলা ঢাহা শহড়ে। । । ।
।
আবার সেই জ্যাম
আবার সেই লোডশেডিং
আবার সেই বাসের জন্য লম্বা লাইনে দাড়ানো
অতএব আবার আমি শেষ। । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।