আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমা গনতন্ত্রের স্বার্থেই বুশ, কন্ডোলিৎসা রাইস, রামসফিল্ড, ডিক চেনি -এদের ফাঁসি কার্যকর করুন।

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

নষ্টচক্রের দুজন। এরা এখন বলছে। ভুল হয়ে গেছে।

ইরাক আক্রমন। ভুল হয়ে গেছে। ইরাক আক্রমন। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে।

ভুল হয়ে গেছে। ইরাকে নাকি মানববিধ্বংসী অস্ত্র ছিল না। গোয়েন্দা তথ্য নাকি ভুল ছিল। এরা কি এখন সে জন্য অনুতপ্ত? এখনও নিহত ইরাকিদের জন্য এই নষ্টচক্র ক্ষমা চায়নি । বিশ্বের বিবেকবান মানুষ এদের দেখছে, এদের দেখছে মহাকাল, এদের দেখছে অনন্ত ... আমি যা বুঝি তা হল এই-পশ্চিমা গনতন্ত্র একদিনে গড়ে ওঠেনি।

এর ইতিহাস জটিল আবর্ত থেকে ক্রমশ শৃঙ্খলার ইতিহাস। মানবজাতির জন্য এটি একেবারেই অপ্রয়োজনীয় নয়। পশ্চিমা গনতন্ত্রকে সংস্কার করে সংশোধন করে বিশ্বের যেকোনও দেশই গ্রহন করতে পারে । আপাতত এর বিকল্প নেই। উন্নয়নশীল দেশগুলিতে সমাজতান্ত্রিক নির্মানের অন্যতম শর্তও বুর্জোয়া "গনতান্ত্রিক" বিপ্লব।

কাজেই, পশ্চিমা গনতন্ত্রের স্বার্থেই বুশ, কন্ডোলিৎসা রাইস, রামসফিল্ড, ডিক চেনি -এদের ফাঁসি কার্যকর করুন। কেননা, এরা স্পষ্টতই বিনা কারণে অপরকে পদানত করে পশ্চিমা গনতান্ত্রিক আর্দশকে লঙ্ঘন করেছে। কিন্তু, আমাদের এই দাবী কার কাছে? পশ্চিমা বিশ্বের বিবেকবান সচেতন মানুষের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।