তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
অসম্ভব ভাগ্যবানই বলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বর্বর এবং হিংস্র প্রেসিডেন্ট জর্জ ডাবিস্নউ বুশের। অল্পের জন্য রড়্গা পেয়ে গেছেন চুড়ান্তô অপমান থেকে! এক ইরাকী সাংবাদিকের ছুড়ে দেয়া দুইখানা জুতা বিষ্ময়কর ড়্গিপ্রতার সঙ্গে সরে গিয়ে নিজের মাথা রড়্গা করতে পেরেছেন দাম্ভিক বুশ। গত সোমবার রক্তাক্ত ইরাকের মানুষদের দুর্ভোগ আর কান্না শেষবারের মত উপভোগ করতে ইরাকে যান। রাজধানী বাগদাগের সদর সিটিতে ইরাকীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেখানে উপস্থিত সাহসী সাংবাদিক মুনতাজের তার ব্যবহßত পাদুকা জোড়া সযত্নে খুলে দীর্ঘ আট বছরের কৃতকর্মের উপহার হিসেবে ছুড়ে দেন বুশের প্রতি। এতে যে তার সন্মানের একটুও হানি ঘটেনি, তা নিজেই স্বীকার করেছেন প্রেসিডেন্ট বুশ।
তিনি এ ঘটনাকে ’ফান’ হিসেবে উলেস্নখ করে, বিষয়টি হালকা করার চেষ্টা করেছেন। তবে এটাকে স্বাভাবিকভাবে নেয়নি ইরাকি ও বিশ্ব মিডিয়া। খোদ আমেরিকা সহ বিশ্বের সব দেশের মিডিয়াতেই বুশের প্রতি জুতা নিড়্গেপের বিষয়টিকে প্রত্যাশিত এবং ঠিক কাজ বলেই অভিহিত করেছে। এ যেন শুধু ইরাকীই নয় গোটা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মানুষদের পড়্গ থেকে বুশের প্রতি ঘৃণা নিড়্গেপ। বিড়ালের গলায় ঘন্টা পরানোর সেই গুরম্ন দায়িত্বটাই কেবল পালন করলেন সাংবাদিক মুনতাজের।
ইরাকের পুতুল সরকার অখ্যাত থেকে সহসাই বিখ্যাত হয়ে যাওয়া ইরাকের শিয়া ধর্মাবলম্বী টিভি সাংবাদিক মুনতাজের আল জায়েদি কি বর্বরোচিত কর্মের জন্য রিমান্ডে নিলেও পৃথিবীর ৫০০ কোটি মানুষের প্রায় সকলের কাছেই অন্যরকম এক বীরের মর্যাদায় সম্ভবত অভিসিক্ত হবেন ঐ সাংবাদিক। বুশের প্রতি নিড়্গিপ্ত জুতা জোড়া ঠিক কোন কোম্পানীর ছিল, এ বস্নগ লেখার সময় পর্যন্তô তা নিশ্চিত করা যায়নি।
সামহোয়ার ইন বস্নগের সন্মানিত সুহßদদের কাছে প্রশ্ন- বিষয়টি অশালীন হলেও ঘৃণিত এ ব্যক্তির প্রতি শেষ শ্রদ্ধা জানানোর আর কি ভাল কোন বিকল্প ছিল। ইরাকী নারী-পুরম্নষের এত রক্ত, অশ্রম্ন আর ইজ্জতের শাস্তিô কি মাত্র দুই খানা জুতা নিড়্গেপ। তাও আবার গোলবারের (বুশের মাথার) সামান্য উপর দিয়ে উড়ে গেছে·············
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।