আমাদের কথা খুঁজে নিন

   

অথ দাম্পত্য-বিষয়ক--১০

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

বর আর বউ নিয়েই দম্পতি। বউ মানে কী ভয়ানক? কে জানে।

তবে লেখক শিবরাম চক্রবর্তী,তাঁর মনের মত বউ তুলে দিয়েছিলেন,তাদের সকলের হাতে,যাদের বিয়ে হলো,যাদের বিয়ে হলো না,যাদের বিয়ে হয়নি,সক্কলের হাতে। শিবরাম বলেছিলেন,জানি মনের মত বউ,এ-জিনিষ প্রাণে ধরে কাউকে দেবার নয়,তবু আমি দিচ্ছি। (১) এই কৌতুকীটা হয়তো অনেকেই শুনেছেন,হারাধনের বউ পালিয়েছে এক ট্রাক ড্রাইভারের সাথে। হারাধন বউ খুঁজবে কী,ট্রাক দেখলেই লুকিয়ে পড়ে। কারণটা কী,হারাধনের ভয়,ওই বুঝি সেই ড্রাইভার আসছে তার বউকে ফেরত দিতে।

(২) এই কৌতুকীটাও হয়ত অনেকেই শুনেছেন,দুই-বন্ধু জুয়া খেলছে। একজন প্রস্তাব দিল--নে,বউ হারাহারি খেলব। দ্বিতীয়জন বিরস বদনে বলল--তার সাথে দামী কিছু মানে সামান্য টাকা-পয়সাও বাজী রাখা যাক। (৩) বউ বিষয়ক একটা গানের কলি,মানে যারা ভালবেসে বিয়ে করেছেন,তাদের ক্ষেত্রে প্রযোজ্য-- প্রিয়া তখন গিন্নী হয়ে কাঁপিয়ে তোলেন ব্রম্ভলোক॥ (৪) একবার এক জায়গায় পতি-নির্যাতন প্রতিরোধ কমিটির বৈঠক চলছে। হঠাৎ খবর এল,সভায় যারা উপস্থিত আছেন,তাদের সকলের বউ ঝাঁটা-খুন্তি-হাতা নিয়ে ছুটে আসছে এদিকে।

খবর শুনে সকলেই চেষ্টা করছে জানালার রড ছাড়িয়ে,কোন রকমে নিচের গলিতে ঝাঁপিয়ে আত্মরক্ষার। একজন অনড়। তিনি এই সভায় সভাপতি। সকলে বলল-এই না হলে নেতা,বউকে ভয় করে না,দেখ তো কেমন জাঁকিয়ে বসে আছে। একেই বলে পুরুষসিংহ।

কাছে গিয়ে দেখা গেল,সভাপতি হার্টফেল করেছেন। (৫) আমার একসময় জ্যোতিষ বিদ্যা শেখার খুব শখ হয়েছিল। গুরু ছিলেন খুব রসিক মানুষ। প্রথম পাঠ,রাশি। সেটা শেখাতে গিয়ে তিনি বলেছিলেন,একটা কথা মন দিয়ে শুনে রাখ, বিয়ের আগে সব পুরুষ-ই সিংহরাশি,বিয়ের পর মেষ রাশি।

(৬) স্বামী---তুমি আমাকে চড় মারলে? স্ত্রী----হ্যাঁ,আমি তোমাকে চড় মারলাম। স্বামী---তুমি আমাকে সত্যি- সত্যিই মারলে? স্ত্রী----হ্যাঁ,আমি তোমাকে সত্যি- সত্যিই মারলাম। স্বামী--হ্যাঁ,মারতেই যদি হয় সত্যি- সত্যিই মারবে। ইয়ারকি মেরে মারা আমি একদম পছন্দ করি না। (৭) স্বামী--না, না, এটা তোমাকে বলা যাবে না।

স্ত্রী--কেন, বলা যাবে না কেন? স্বামী--মেয়েদের পেটে কথা থাকে না। স্ত্রী--বললেই হলো মেয়েদের পেটে কথা থাকে না, বিয়ের আগে শ্যামলদার সাথে তিনবছর প্রেম করেছি, একদিনও কি বলেছি তোমাকে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।