আমাদের কথা খুঁজে নিন

   

কীট ও কুমারী

যাযাবর

রক্তরাগের রক্তিমতায়, পদ্মরাগের পাতায় ছুঁয়ে, কীটকুমারী সজ্জারত, রক্তিমাকাশ অনিমেখে। দিঘীর জলে পড়ছে ছায়া, সজল স্নাত ভিন্ন কায়া; সাঝ বিকেলে শ্যাম ঝিয়ারীর আনমনে ক্ষনিক চাওয়া। সাঝের সাজে পদ্মমনি ছিন্ন করে কেশের পরে। চলছে ফিরে তণ্বী শ্যামা কীট কুমারীর বক্ষ দলে। ছিটকে পড়া জলের মাঝে কীটকুমারীর ব্যাথিত আখি, ভগ্ন হদয় মথিত প্রানে জানায় বিদায় ফুল্ল সাথী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।