ঘটনা এ রকম -
আমাদের লিটু কর্মকার, ধর্মে হিন্দু, পেশায় জুয়েলারী ব্যবসায়ী। এবং অবিবাহিত।
তার কাস্টমার হলেন বিবাহিত (স্বামী প্রবাসী)একজন মুসলিম যুবতি এবং প্রাগঐতিহাসিক টানে দুজনে প্রেমের মায়য় জড়ালেন এবং পালালেন তার পর বিয়ে করলেন। ৫/৬ মাস পরে দুজনেই বাড়ি ফিরলেন। আমাদের লিটু কর্মকার মুসলিম ধর্ম গ্রহন করলেন।
এফিডেফিট করে মুসলিম নাম গ্রহন করলেন।
তার পর যা হয় - শহরে এক ধরনের কানাঘুষা। আলোচনা। সমালোচনা।
আমাদের পরিচিত একজন বড় ভাই যাকে আমরা শ্রদ্ধা করি তার মন্তব্য -
''যে মা-বাবার স্নেহ-ভালবাসা ত্যাগ করে একজন বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারে, ধম্ ত্যাগ করতে পারে সে একটা অমানুষ।
'' তার সাথে কোন সম্পর্ক রাখা যায় না।
মন্তব্যটা কেমন যেন লাগলো!
আপনাদের মত কি?
* লিটুর সাথে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, আড্ডা সবকিছু করেছি। তাই আমার হয়তো সফট কর্নার আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।