আমাদের কথা খুঁজে নিন

   

হে বীর সেনানী, ক্ষমা করো মোদের (উৎসর্গঃ ১৪ই ডিসেম্বরের সকল শহীদদের প্রতি)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

হে বীর সেনানী তোমরা মোদের ক্ষমা করো তোমাদের পবিত্র রক্তের ঋণ আমরা আজও শোধ করতে পারিনি। ডিসেম্বরের সেই কালো দিনে তোমাদের যারা শহীদ করলো তাদের আমরা আজও শাস্তি দিতে পারিনি পারিনি তাদের এই বাংলার মাটিতে বিচার করতে। আজও তারা বুক ফুলিয়ে সদর্পে এই বাংলার মাটিতে হেঁটে বেড়ায় তবুও আমরা তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে পারিনি পারিনি তাদের মাটির সাথে মিশিয়ে দিতে। তোমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা আজও বানাতে পারিনি দুর্নীতি ও অন্যায়ের কালো হাত থেকে দেশকে আজো মুক্ত করতে পারিনি। হে বীর সেনানী তোমরা মোদের ক্ষমা করো তোমাদের রেখে যাওয়া এ দেশকে আমরা বাসযোগ্য করতে পারিনি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।